আজ জানা যাবে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ের তারিখ
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায়ের তারিখ ঘোষণা করা হবে আজ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণার দিন নির্ধারণ করবেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে গত ২৩ অক্টোবর মামলার বিচারকাজ শেষ করে ট্রাইব্যুনাল জানিয়েছিল, রায়ের তারিখ অল্প সময়ের মধ্যেই জানানো হবে। সে অনুযায়ী আজ (১৩ নভেম্বর) রায়ের তারিখ নির্ধারণের দিন ধার্য করা হয়েছে।
রায়ের তারিখ ঘোষণাকে ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। নিয়মিত দায়িত্বে থাকা বাহিনীর পাশাপাশি অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা মোতায়েন আছেন।
সুপ্রিম কোর্ট এলাকায় দায়িত্বে থাকা এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, আদালত ও ট্রাইব্যুনাল এলাকায় যেকোনো নাশকতা, হট্টগোল বা অপতৎপরতা ঠেকাতে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা থাকবে বিভিন্ন স্তরে ও পর্যায়ে।