প্রধান শিক্ষকদের ৬০ বছরেই ছাড়তে হবে দায়িত্ব
নিজস্ব প্রতিবেদক
এডুকেশন বাংলা
প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৭:৪৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

প্রধান শিক্ষকদের ৬০ বছর হলে দায়িত্ব ছাড়তে হবে। এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ড নির্দেশ প্রদান করেছে। কোন অজুহাত দেখিয়ে চাকরির মেয়াদ বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়ে দেয়া হয়েছে।
অনেক প্রধান শিক্ষককে দেখা যায় যোগ্য প্রধান শিক্ষক খুঁজে না পাবার অজুহাত দেখিয়ে আরো কিছু দিন দায়িত্বে থাকতে চান। এবং মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করে থাকেন। সে সব প্রধান শিক্ষকদের জন্য বোর্ডের এই নির্দেশনা।
বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান শিক্ষকদের চাকরির মেয়াদ ৬০ বছর পূর্ণ হলে, সহকারী প্রধান শিক্ষক অথবা সহকারী প্রধান শিক্ষক না থাকলে জ্যেষ্ঠতম শিক্ষকের কাছে প্রধান শিক্ষকের দায়িত্ব হস্তান্তর করতে হবে। এর ব্যত্যয় হলে সেটি বিধিবহির্ভূত হিসেবে গণ্য হবে।
বিস্তারিত:
এডুকেশন বাংলা/একে