'বিরোধী দল সমর্থক শিক্ষকরা প্রশ্ন ফাঁস করে তামাশা দেখেন'
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫০, ৬ ফেব্রুয়ারি ২০১৯

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুল কুদ্দুছ বলেছেন, ‘অ্যালুমিনিয়ামের তৈরি ফয়েল পেপারের বিশেষ নিরাপত্তা-প্যাকেটে এসএসসি প্রশ্নপত্র দেওয়া হচ্ছে পরীক্ষাকেন্দ্রে। এতে ট্রেজারি বা ব্যাংকের ভল্ট থেকে কেন্দ্রে নেওয়ার পথে কেউ প্রশ্নের প্যাকেট খুললে সহজেই ধরা পড়বে। তবুও সংবাদমাধ্যমে দেখা গেছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সরকারবিরোধী দলের সমর্থক শিক্ষকরাই এ কাজ করে তামাশা দেখতে চায়। আমরা চাই ভালোয় ভালোয় পরীক্ষা সম্পন্ন করতে।’
সোমবার দুপুরে কুলাউড়া উপজেলার ভাটেরা স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘বড় হতে হলে বড় করে স্বপ্ন দেখতে হবে। তোমাদের হাত ধরে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্রে উন্নীত হবে এ সোনার দেশ। তোমরাই আগামী দিনের চালিকাশক্তি। তোমাদের দিকে চেয়ে আছে দেশ ও জাতি।’
ভাটেরা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আ স ম কামরুল ইসলামের সভাপতিত্বে, শিক্ষক মোহাম্মদ আলী চৌধুরী তরিক ও কল্লোল দাসের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, অধ্যক্ষ ফজলুল হক, শিক্ষক আব্দুল মালিক, ইব্রাহিম তালুকদার, আব্দুল হামিদ খান। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল।আর যদি একটা স্থায়ী শিক্ষা কমিশন করা যেত তাহলে তারাই এসব ব্যাপারে চিন্তা করতে পারত।’
এডুকেশন বাংলা /এজেড
- বুধবারের এসএসসি পরীক্ষা ২ মার্চ
- ২০১৯ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যেসব নীতিমালা মানতে হবে
- জেএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পুনরায় ৮ম শ্রেণিতে ভর্তি হতে হবে
- প্রথমবারের মত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে অনলাইনে প্রশ্ন সরবরাহ
- ২০১৯ সালের এসএসসি পরীক্ষার ফরমপুরণের ফি নির্ধারণ করলো বোর্ড
- একাদশে ৬২ হাজার শিক্ষার্থী কলেজ বঞ্চিত
- ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক
- একাদশে ভর্তি
জোর করে কলেজে ভর্তি করালে বাতিল করবে বোর্ড - পাবলিক পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারের নির্দেশনা
- অনলাইনের বাইরেও শিক্ষার্থীদের জন্য ভর্তির সুযোগ থাকবে
- ঢাকা বোর্ডে কলেজ বিদ্যালয় বৃত্তি শাখায় আবেদন অনলাইনে
- জরিমানা করা প্রতিষ্ঠানগুলোই পাচ্ছে প্রাথমিকের পাঠ্য বইয়ের কাজ
- প্রশ্নফাঁস রোধে এইচএসসি পরীক্ষায় একগুচ্ছ পরিবর্তন
- একাদশে ভর্তি: অনুমতি ব্যতিত আবেদন করলে ব্যবস্থা
- চেয়ারম্যান ছাড়াই চলছে তিন শিক্ষাবোর্ড