৫ বছরে ২৮ হাজার নারীকে কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হবে:শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০০, ৪ ফেব্রুয়ারি ২০১৯ আপডেট: ২০:৩৭, ৪ ফেব্রুয়ারি ২০১৯

সরকার ৫ বছরে কমপক্ষে ২৮ হাজার ৭০ জন শিক্ষিত বেকার নারীকে কম্পিউটার প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এজন্য ৬৪ জেলায় ৬ মাস মেয়াদী অফিস অ্যাপ্লিকেশন কোর্স করা হচ্ছে বলে সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার (০৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের এক লিখিত প্রশ্নের জবাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে এ তথ্য জানান মন্ত্রী।
দীপু মনি বলেন, ‘জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প (৬৪ জেলা)’ এর আওতায় ময়মনসিংহসহ দেশের ৬৪ জেলা শহরে শিক্ষিত বেকার নারীদের জন্য ৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স পরিচালিত হচ্ছে। প্রকল্পটি ৫ বছর মেয়াদী (২০১৩-২০১৮)।
তিনি বলেন, প্রতি জেলায় ২ ব্যাচে ৪৬ থেকে ৫০ জন করে বছরে ৯২ থেকে ১০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যম পাঁচ বছরে কমপক্ষে এসএসসি পাস ২৮ হাজার ৭০ জন শিক্ষিত বেকার নারীকে প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পটি কোনো উপজেলায় নেই। তবে উপজেলার যে কোনো শিক্ষিত বেকার নারীরা জেলা শহরে ওই প্রশিক্ষণের সুযোগ গ্রহণ করতে পারবেন বলেও জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
এডুকেশন বাংলা/একে
- ছয় মাসের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট
- রাত ১২ টার থেকে আবার চালু হচ্ছে মোবাইলের নতুন কলরেট
- যোগ্যতা অনুযায়ী সঠিক কাজের সন্ধান দেবে গুগল
- মাল্টিমিডিয়া ক্লাসরুম:ব্যয় হাজার কোটি টাকা, কিন্তু সুফল নেই?
- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের জন্য সফটওয়্যার
- শিক্ষার্থীদের জন্য ১৬ হাজার টাকায় ল্যাপটপ
- ৫ বছরে ২৮ হাজার নারীকে কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হবে:শিক্ষামন্ত্রী
- আগামী দিনে শিক্ষাপ্রতিষ্ঠানে বই-খাতার পরিবর্তে থাকবে ট্যাব
- মাত্র ১০ টাকায় কেনা যাবে কম্পিউটার!
- মোবাইলে ‘এক কলরেট’ হচ্ছে?
- পেনশন ও ভাতা প্রদান প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে করার উদ্যোগ
- ফেসবুক পাসওয়ার্ড চুরি হচ্ছে যেভাবে
- স্টিভ জবসের চাকরির দরখাস্ত নিলামে
- তিন মাসের মধ্যে ৫৪৭ শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই
- স্মার্ট ফোনের চার্জ ধরে রাখতে ৭ উপায়