শোক দিবসে যান চলবে যে পথে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২০, ১৪ আগস্ট ২০১৯ আপডেট: ০৬:৪৯, ১৫ আগস্ট ২০১৯

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি-৩২ এর চারদিকে রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এতথ্য জানান।
এতে বলা হয়, অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের যানবাহন সুষ্ঠুভাবে চলাচল ও যানজট পরিহারের লক্ষ্যে ধানমন্ডি-৩২, বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর এলাকায় চলাচলরত গাড়ি চালক/ব্যবহারকারীদের ওইদিন ভোর থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিম্নোক্ত গমনাগমনের পথ অনুসরণের জন্য অনুরোধ করা হলো।
১. মিরপুর গাবতলী থেকে আগত রাসেল স্কোয়ার-আজিমপুর অভিমুখী যাত্রীবাহী যানবাহন মানিকমিয়া এভিনিউ-ধানমন্ডি ২৭ ডানে মোড় নিয়ে শংকর-জিগাতলা-সাইন্সল্যাব হয়ে গন্তব্যে পৌঁছাবে।
২. নিউমার্কেট ও সাইন্সল্যাব হতে আগত রাসেল স্কোয়ার অভিমুখী যাত্রাবাহী যানবাহন ধানমন্ডি ২নম্বর রোড বামে মোড় নিয়ে জিগাতলা-শংকর হয়ে গন্তব্যে পৌঁছাবে।
৩. রেইনবো এফডিসি থেকে আগত রাসেল স্কোয়ার অভিমুখী যাত্রীবাহী বাস সোনারগাঁও ক্রসিং বামে মোড় নিয়ে বাংলামটর দিয়ে শাহবাগ হয়ে গন্তব্যে পৌঁছাবে।
৪. আমন্ত্রিত অতিথিদের গমনাগমনের পথ-মানিকমিয়া এভিনিউ-ধানমন্ডি ২৭-মেট্রোশপিংমল ডানে মোড়- আহসানিয়া মিশন ক্রসিং বামে মোড়-৩২নং পশ্চিম প্রান্তে পৌঁছাবে।
পার্কিংঃ
১. ৩২ নম্বর ব্রিজের উত্তরের ১১ নম্বর রোডের উত্তর ও পশ্চিম প্রান্ত (পতাকাবাহী, পিজিআর, এসএসএফ, ফায়ার সার্ভিস, বাহিনীর প্রধানসহ আইজিপি ও সচিব পদমর্যাদার সকল গাড়ি)।
২. ৩২ নম্বর ব্রিজের দক্ষিণে পূর্ব ও পশ্চিম প্রান্ত সাংসদসহ রাজনৈতিক নেতৃবৃন্দের সকল গাড়ি।
৩. আহসানিয়া মিশনের উত্তর রাস্তা আইন-শৃংখলা বাহিনীর সকল গাড়ি।
জাতীয় শোক দিবসের কর্মসূচি চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয় বিজ্ঞপ্তিতে।
এডুকেশন বাংলা/এজেড
- ৪৫% মহার্ঘভাতা অনুমোদন
- মাটির নিচে গোপন কারাগারে২৪বছর পর খুঁজে পাওয়াগেল সুদানের মন্ত্রীকে
- ভাতিজাকে বিয়ে করল ৫০ বছরের চাচি
- চাচার সঙ্গে শারীরিক সম্পর্কে জন্ম নেয় ফেলে দেওয়া সেই নবজাতক
- আসন্ন বাজেটে সার্বজনীন পেনশনের রূপরেখা সবার আগে বেসরকারি শিক্ষকরা
- বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? ভারত, নাকি ভুটান?
- সরকারি কর্মকর্তাদের ছুটি থাকছে না ৩ জুন
- সরকারি চাকরিজীবীদের জন্য ৫ শতাংশ সরল সুদে গৃহনির্মাণ ঋণ
- তারাবি নামাজের সময় চলন্ত বাসে নার্সকে ধর্ষণ, অতঃপর হত্যা
- বেঁচে ফিরলেন ‘স্ট্যাটাস’ দেয়া সেই যুবক
- গেজেট প্রকাশ: ডিসেম্বর থেকেই গার্মেন্টস সর্বনিম্ন বেতন ৮০০০ টাকা
- নির্বাচনে জয়লাভের পর এবার বিয়ে করছেন নুসরাত!
- আগামী ৫ জুন পবিত্র ঈদুল ফিতর
- নাতনিকে ধর্ষণের সময় নগ্ন অবস্থায় ধরা খেলেন দাদা
- শিক্ষকদের জন্য ব্যাংকিং সেবা চালু করেছে এনআরবিসি ব্যাংক