রাবিতে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ২ ছাত্র বহিষ্কার
রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২০, ১৭ নভেম্বর ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহরাবকে মারধরের ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শরিবার (১৬ নভেম্বর) দুপুরে শৃঙ্খলা কমিটির এক জরুরি সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেয়া হয়।
রোববার (১৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান।
বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম ও বাংলা বিভাগের চতুর্থ বর্ষের হুমায়ন কবির নাহিদ।
এর আগে দুপুর ১২টা থেকে প্রশাসন ভবন ঘেরাও করে আন্দোলন করছিল শিক্ষার্থীরা। সাময়িক বহিষ্কারের খবরে তারা অবস্থানস্থল ত্যাগ করেন। তবে অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কার ও তাদের গ্রেফতারের দাবি জানিয়ে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সোহরাব মিয়াকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় ছাত্রলীগের দুই কর্মী। মারধরে তার বাম হাতও ভেঙে গেছে। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন সোহরাব।
এডুকেশন/কেআর
- ভাগ্য খুলছে দারুল ইহসান থেকে পাস করা শিক্ষকদের
- সান্ধ্যকালীন ও নিয়মিত মাস্টার্স কোর্সের বেতনের প্রার্থক্য অনেক
- প্রিলি টু মাস্টার্স ভর্তির আবেদন ফরম পূরণ শুরু ৫ জুন
- যে বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ
- রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু
- এমপিওভুক্তির নির্দেশ, দারুল ইহসানের সনদ অবৈধ ঘোষণা করেননি আদালত
- ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ
- দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদের বৈধতার বিরুদ্ধে আপিলের নির্দেশ
- ছাত্রী হলে জন্ম নেয়া সেই নবজাতকের বাবার খোঁজ পাওয়া গেছে
- বুকের ব্যথায় মৃত্যু হলো রাবি শিক্ষার্থীর
- দারুল ইহসান সনদধারি শিক্ষক-কর্মচারিদের ভাগ্য এখন ইউজিসির হাতে
- মাস্টার্সের ফল প্রকাশ, পাসের হার ৭২.২৫ শতাংশ
- ২০১৯ সালের মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে আবেদন নিশ্চয়নের বিজ্ঞপ্তি
- ঘুমের ওষুধ খাইয়ে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ছাত্রীকে ধর্ষণ
- শেখ ফজিলাতুন্নেছা মুজিব বি. ও প্র. বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি