যুক্তরাজ্য থেকে স্নাতক পাস করলেন শাহরুখকন্যা সুহানা
এডুকেশন বাংলা ডেস্ক:
প্রকাশিত: ১৬:৫৭, ২৯ জুন ২০১৯

যুক্তরাজ্যের আর্ডিংলে কলেজ থেকে স্নাতক কোর্স শেষ করলেন সুহানা। ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের আর্ডিংলে কলেজ থেকে স্নাতক পাস করলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান ও গৌরী খানের মেয়ে সুহানা খান। মেয়ের এই অর্জনে উচ্ছ্বসিত বাবা-মা।
সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের স্নাতক পাসের খবর জানিয়েছেন বলিউডের বাদশাহ। ইনস্টাগ্রাম ও টুইটারে একাধিক ছবি শেয়ার করে তিনি বলেছেন, সময় কীভাবে বয়ে যায়।
টুইটারে একটি যৌথ ছবি শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘চার বছর পার হলো। আর্ডিংলে থেকে স্নাতক হলো। শেষ পিৎজা। শেষ ট্রেনে চড়া। এবং প্রথমবার বাস্তব জীবনে পদার্পণ। স্কুল শেষ হলেও শেখার শেষ নেই।’ ছবিতে বাবা-মায়ের সঙ্গে হাস্যোজ্জ্বল সুহানা।
টুইটারে আরেকটি সাদাকালো ছবি শেয়ার করেছেন শাহরুখ খান। বাবা-মেয়ের এই আদুরে ছবিতে তাঁর ক্যাপশন, ‘স্কুলের শেষ দিন। নতুন অভিজ্ঞতায় বর্ণিল হোক অনাগত দিন।’ ছবিতে সুহানাকে স্কুলের পোশাক পরা দেখা যাচ্ছে। আর্ডিলে কলেজ ইংল্যান্ডের সাসেক্স অঞ্চলে অবস্থিত।
বলিউডে অভিষেক না হলেও এরই মধ্যে অন্তর্জালে অগণিত ভক্ত-অনুরাগী শাহরুখ খানের মেয়ে সুহানা খানের। সামাজিক যোগাযোগমাধ্যমে এ তারকা-সন্তানের রয়েছে বেশ কয়েকটি ফ্যান পেজ। ইনস্টাগ্রামে ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকলেও একনিষ্ঠ অনুরাগীরা প্রায়ই তাঁর নতুন নতুন ছবি ও ভিডিও প্রকাশ করেন। আর সেসব দ্রুত ছড়িয়ে পড়ে অন্তর্জালে।
গত বছর জনপ্রিয় ফ্যাশনবিষয়ক ম্যাগাজিন ‘ভোগ’-এ প্রচ্ছদকন্যা হন সুহানা। বলিউডে তাঁর অভিষেক নিয়ে গুঞ্জন চলছে। যদিও শাহরুখ বলেছেন, লেখাপড়া শেষ করে তবেই অভিষেক। সুহানাকে বড়পর্দায় দেখতে তর সইছে না অনুরাগীদের। সূত্র : হিন্দুস্তান টাইমস
এডুকেশন বাংলা/একে
- ফিনল্যান্ডে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয় যেভাবে?
- ছাত্রদের পাশ করাতে বিছানায় ডাকতেন শিক্ষিকা
- জাপানী শিক্ষার্থীরা স্কুল পরিষ্কারের কাজ নিজেদেরই কেন করতে হয়?
- দশহাজার টাকা কম বেতন পাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা!
- ৩১ বছর বয়সে ৭০০ পরীক্ষায় অংশ নেন এই নারী
- শিক্ষিকার দ্বারা কর্মকর্তাদের সঙ্গে ছাত্রীদের শারীরিক সম্পর্ক
- বেতন বৃদ্ধির দাবিতে রাস্তায় কলকাতার শিক্ষকরাও
- শিক্ষা ব্যবস্থা থেকে পরীক্ষা বাদ
- মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের অধিকার- হাইকোর্ট
- ইংলিশ মিডিয়াম স্কুলের দাপটে বন্ধ হচ্ছে বাংলা মিডিয়াম স্কুল!
- ৯৫৯ পরীক্ষার্থীর সবার খাতায় একই লেখা!
- স্টুডেন্ট ভিসায় কানাডা যেতে চান, জেনে নিন ১৬ উপায়
- ১২ বছর বয়সে মাধ্যমিক পরীক্ষায় উর্ত্তীণ সেই ‘বিস্ময় বালিকা’
- ১৯ বছর ধরে সাঁতরেই স্কুলে যাচ্ছেন শিক্ষক
- যোগ্যতা মাত্র ক্লাস এইট, তবুও তিনি উচ্চ শিক্ষামন্ত্রী !