মাধ্যমিকেও মিড-ডে মিল চালু করার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০০, ২ আগস্ট ২০১৯

মাধ্যমিকেও মিড-ডে মিল চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। দুপুরে খাবারের ব্যবস্থা থাকলে শিক্ষা প্রতিষ্ঠানে শিখন-শেখানো কার্যক্রম ফলপ্রসু হয় বলে মন্তব্য করেছে শিক্ষা অধিদপ্তর। ইতোমধ্যে জেলা শিক্ষা অফিসারদের আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা তৈরি করতে বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্র তথ্য নিশ্চিত করে।
সূত্র জানায়, বুধবার (৩১ জুলাই) শিক্ষা অধিদপ্তর থেকে চিঠি পাঠিয়ে সব জেলা শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে জানানো হয়েছে। একইসাথে মিড-ডে মিল চালু করতে আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠানের একটি তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এ তালিকা শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে জেলা শিক্ষা কর্মকর্তাদের।
মিড-ডে মিল চালুর ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে ন্যূনতম কতগুলো শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে শিক্ষা অধিদপ্তর। শর্তগুলো হিসেবে বলা হয়, শুধু আগ্রহী শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিলের ব্যবস্থা করতে হবে। প্রতি মিলের জন্য আগ্রহী শিক্ষার্থীদের কাছে থেকে অনূর্ধ্ব ২০ টাকা গ্রহণ করা যাবে। প্রতিষ্ঠান স্বাস্থ্যসম্মত রান্নার জায়গা এবং রান্না বাজার ও পরিবেশন করার জন্য জনবলের ব্যবস্থা থাকতে হবে প্রতিষ্ঠানগুলোতে।
এডুকেশন বাংলা/এজেড
- জেএসসির নতুন সিলেবাস: কমছে গদ্য-কবিতা
- ইংরেজি বিষয়ের ক্লাস নিতে হবে ইংরেজিতেই
- সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি
- ৭ জুন বাজেট পেশ, শিক্ষকদের জন্য সুখবর থাকছে
- মাধ্যমিক স্তর পর্যন্ত জাতীয়করন, আগামী বাজেটে এমপিও: অর্থমন্ত্রী
- শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিও দিতে ব্যবস্থা নেয়ার নির্দেশ রাষ্ট্রপতির
- এমপিও শিক্ষকদের বদলি, উচ্চতর গ্রেড প্রদান, অনলাইনে বেতনের আবেদন
- মাধ্যমিকে শিক্ষক আত্তীকরণে বিধিমালা চূড়ান্ত, প্রজ্ঞাপন শিগগিরই
- ১০০০ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকায়
- মাধ্যমিক স্তরে থাকবেনা বিভাগ: পরীক্ষা নয় শ্রেণিতে মূল্যায়ন বাড়বে
- সিনিয়র সহকারী শিক্ষক পদ সৃষ্টি করা হয়েছে
- এমপিও নীতিমালা সংশোধন কমিটির সভায় উঠছে ৫:২ অনুপাত
- টাইম স্কেল ও সিলেকশন গ্রেড: প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত শিক্ষকরা
- আজ থেকে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ ঘন্টা কর্মবিরতি
- সব স্কুলের বার্ষিক পরীক্ষা ২৮ নভেম্বর থেকে শুরু: শিক্ষামন্ত্রী