মহাপরিচালকের চিকিৎসায় ৫০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১০, ৮ অক্টোবর ২০১৮ আপডেট: ০৮:০০, ৯ অক্টোবর ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমানের চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা অনুদান দিয়েছেন। সোমবার (৮ অক্টোবর) বিকেলে গণভবনে অনুদানের এই চেক অধ্যাপক মাহবুবুর রহমানের স্ত্রী আলেয়া ফেরদৌসীর হাতে তুলে দেন। চেক গ্রহণ করে আলেয়া ফেরদৌসী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে শিক্ষা পরিবারের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
ফুসফুসের রোগে আক্রান্ত শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মাহবুবুর রহমান বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৩ সেপ্টেম্বর (রোববার) রাতে এয়ার অ্যাম্বুলেন্সে সেখানে নিয়ে যাওয়া হয় তাঁকে।
গত ১৯ সেপ্টেম্বর বিকেলে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন মহাপরিচালক মাহাবুবুর রহমান। সেদিন রাতেই পরিস্থিতির অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএসএমইউ) ভর্তি করা হয়। গত ২০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে তাঁকে অক্সিজেন দিয়ে কেবিন ব্লকের ৭ম তলার আইসিইউতে রাখা হয়েছিল। পরে এয়ার এ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়।
শিক্ষা ক্যাডারের শীর্ষ পদ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। চলতি বছরের ৭ জানুয়ারি তাকে মহাপরিচালক নিয়োগ করে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় ।
অতি অল্প সময়েই তিনি সব মহলের কাঝে জনপ্রিয় হয়ে উঠেন। তার ব্যবহারে সাধারণ মানুষ ছিলো খুশি।
এই বরণ্যে ব্যক্তির রোগমুক্তি কামনা করছেন শিক্ষা পরিবারের সকলেই।
- নির্বাচনী দায়িত্বে শিক্ষকদের জন্য একগুচ্ছ নির্দেশনা
- অভিন্ন পদ্ধতিতে হবে শিক্ষক-কর্মচারী নিয়োগ
- বৈশাখী ভাতা বিষয়ে ৪৮ প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে বৈঠক বিকাল ৪ টায়
- বৈশাখী ভাতার বিষয়ে সরকার আন্তরিক- মাউশি ডিজি
- ইএমআইএস বিকল: বেসরকারি প্রতিষ্ঠানের মে মাসের এমপিও হুমকির মুখে
- ৪০ হাজার পদ শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম
- ‘১০ বছরে শিক্ষাক্ষেত্রে এমন পরিবর্তন পৃথিবীর কোন দেশে সম্ভব হয়নি’
- জাল সনদ: শতাধিক শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি
- ঈদের ছুটির পর এমপিওভুক্তির জন্য আবেদন গ্রহণ
- শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের জন্য মাউশির নতুন নির্দেশনা
- বেসরকারি শিক্ষকদের এমপিওর আবেদন ১৮ জুন পর্যন্ত বৃদ্ধি
- বৈশাখী ভাতা বিষয়ে ৫০ প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে বৈঠক করবে মাউশি
- ৩৫ হচ্ছে শিক্ষক নিয়োগে বয়সসীমা
- বেসরকারি শিক্ষকদের জানুয়ারির এমপিওর চেক ব্যাংকে
- এডুকেশন বাংলা অনুসন্ধান
মাউশিতে ২০০০ টাকায় এক পৃষ্ঠা ফটোকপি