বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষকরা নামছেন আন্দোলনে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২১, ১৮ জুলাই ২০১৯ আপডেট: ২০:৪১, ১৮ জুলাই ২০১৯

পাঁচ দফা দাবিতে শনিবার (২০ জুলাই) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতি। এর মধ্য দিয়ে দাবি আদায়ে আবারও টানা আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
দাবিগুলোর মধ্যে রয়েছে- বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজে কর্মরত সব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তকরণ, দেশে-বিদেশে প্রশিক্ষণের সুযোগ তৈরি, ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠাসহ তথ্যপ্রযুক্তির সব সুবিধা নিশ্চিত, সব কলেজের নামে এক খণ্ড নিষ্কণ্টক জমি চিরস্থায়ী বন্দোবস্ত এবং শিক্ষক-কর্মচারীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম খান বলেন, ১৯৯৬ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি নিয়ে প্রায় ১০৪টি বেসরকারি টিচার্স ট্রেনিং (টিটি) কলেজ ১৪টি সরকারি কলেজের মতো এক ও অভিন্ন একাডেমিক ক্যালেন্ডারের মাধ্যমে মাধ্যমিক স্তরের শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিএড প্রশিক্ষণ দিয়ে আসছে। বর্তমানে ৭১টি বেসরকারি টিটি কলেজ বিএড প্রশিক্ষণ দিচ্ছে। এসব কলেজ থেকে প্রতি বছর প্রায় ৫ হাজার শিক্ষক প্রশিক্ষণ নিয়ে বিদ্যালয়ে পাঠদান করছেন।
আরও পড়ুন: ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি প্রতারক চক্রের
তিনি বলেন, সরকারের আর্থিক সহযোগিতা ছাড়াই উদ্যোক্তাদের একক প্রচেষ্টায় দীর্ঘ দুই যুগেরও বেশি সময় সংগ্রাম করে টিকে আছে এ প্রতিষ্ঠানগুলো। দুর্ভাগ্যের বিষয়, আমরা যাদের ট্রেনিং দিচ্ছি তাদের এমপিও দেওয়া হচ্ছে কিন্তু এসব বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজে কর্মরত শিক্ষকদের এমপিও দেওয়া হচ্ছে না। এসব প্রতিষ্ঠানে কর্মরত প্রশিক্ষকরা বছরের পর বছর নামমাত্র বেতন কিংবা বিনা বেতনে প্রশিক্ষণ দিয়ে আসছেন।
সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিলা বার্ণাডেট গমেজ, অধ্যাপক ফাতেমা খাতুন, অধ্যাপক রমজান আলী, ইমরানুজ্জামান আল মুজাহিদ ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।
এডুকেশন বাংলা/একে
- এমপিওভুক্ত কলেজের তালিকা
- সব স্কুলের বার্ষিক পরীক্ষা ১১ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ
- নুসরাত ধোয়া তুলসী পাতা ছিলো না: অধ্যক্ষ তাহমিনা
- ২৩৫ প্রতিষ্ঠানের জন্য এমপিও নীতিমালা শিথিল
- তাহলে প্রজ্ঞাপন জারিতে এমপিও নীতিমালা-২০১৮ই সমস্যা?
- এমপিওভুক্তির তালিকায় সরকারি কলেজ!
- শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি: শেষ মুহূর্তের ঘষামাজা চলছে
- ১ জানুয়ারিই বই উৎসব,২৪ ডিসেম্বর উদ্বোধন
- নতুন সংশোধনীতে শিক্ষকদের কী ধরনের শাস্তি দেয়া যাবে
- এমপিওভুক্তির তালিকা প্রশ্নবিদ্ধ!
- বিশেষ বিবেচনায় দুই শতাধিক প্রতিষ্ঠান এমপিওভুক্তি
- ১-১২ তমদের জন্যে বয়সের বাধা আর থাকছে না
- 'ঈদের আগে বেতন বোনাস শিক্ষকরা ওঠাতে পারবেনা'
- বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরির শর্তাবলী
- ডিগ্রি স্তরের ৩য় শিক্ষকদের এমপিভুক্তির নির্দেশ দিয়েছে সরকার