বুলবুলে সতর্কসংকেত ৭, জলোচ্ছ্বাসের আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৪, ৮ নভেম্বর ২০১৯

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশ উপকূলের ৫০০ কিলোমিটারের মধ্যে পৌঁছে যাওয়ায় মোংলা ও পায়রায় ৭ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত জারি হয়েছে।
পাশাপাশি কক্সবাজারে আগের মতই ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৮ নভেম্বর) আবহাওয়াবিদ আফতাব উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৬টায় এ ঝড় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
ওই সময় ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।
এদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে সচিবালয়ে ঘুর্ণিঝড় ‘বুলবুল’ মনিটরিং সেলের সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান।
তিনি জানান, এরইমধ্যে সাইক্লোন সেন্টারসহ উপকূলের আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি সাইক্লোন সেন্টারে দুই হাজার প্যাকেট করে শুকনো খাবার ও নগদ পাঁচ লাখ করে টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ২২টি মন্ত্রলণালয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত যেকোন সময় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত হানবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সাতটি জেলাকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে।
এডুকেশন/কেআর
- ৪৫% মহার্ঘভাতা অনুমোদন
- মাটির নিচে গোপন কারাগারে২৪বছর পর খুঁজে পাওয়াগেল সুদানের মন্ত্রীকে
- ভাতিজাকে বিয়ে করল ৫০ বছরের চাচি
- চাচার সঙ্গে শারীরিক সম্পর্কে জন্ম নেয় ফেলে দেওয়া সেই নবজাতক
- আসন্ন বাজেটে সার্বজনীন পেনশনের রূপরেখা সবার আগে বেসরকারি শিক্ষকরা
- সরকারি কর্মকর্তাদের ছুটি থাকছে না ৩ জুন
- বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? ভারত, নাকি ভুটান?
- সরকারি চাকরিজীবীদের জন্য ৫ শতাংশ সরল সুদে গৃহনির্মাণ ঋণ
- তারাবি নামাজের সময় চলন্ত বাসে নার্সকে ধর্ষণ, অতঃপর হত্যা
- বেঁচে ফিরলেন ‘স্ট্যাটাস’ দেয়া সেই যুবক
- গেজেট প্রকাশ: ডিসেম্বর থেকেই গার্মেন্টস সর্বনিম্ন বেতন ৮০০০ টাকা
- নির্বাচনে জয়লাভের পর এবার বিয়ে করছেন নুসরাত!
- আগামী ৫ জুন পবিত্র ঈদুল ফিতর
- নাতনিকে ধর্ষণের সময় নগ্ন অবস্থায় ধরা খেলেন দাদা
- শিক্ষকদের জন্য ব্যাংকিং সেবা চালু করেছে এনআরবিসি ব্যাংক