প্রেমে বাধা দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা করল স্কুলছাত্রী!
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৯, ৬ অক্টোবর ২০১৯ আপডেট: ১২:৪৬, ৬ অক্টোবর ২০১৯

রাজবাড়ী সদর উপজেলায় প্রেমে বাধা দেওয়ায় মাকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে নবম শ্রেণিপড়ুয়া এক কিশোরীর বিরুদ্ধে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার দাদশী ইউনিয়নের আগমাড়াই গ্রামে এ ঘটনা ঘটে।
হতভাগ্য জননীর নাম নাজনীন আক্তার (৪৫)। তিনি আগমাড়াই গ্রামের রিকশাচালক মান্নান মৃধার স্ত্রী। তাঁদের অভিযুক্ত মেয়েকে (১৫) পুলিশ গ্রেপ্তার করেছে। জেলা শহরের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম জানান, মেয়েটির সঙ্গে তার খালোতো ভাই মাসুদের প্রেমের সম্পর্ক চলে আসছে। গত শুক্রবার বিকেলে বাড়িতে কেউ না থাকার সুবাদে সে তার এক বান্ধবীর বাড়িতে গিয়ে মোবাইল ফোনে প্রেমিক মাসুদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলে। ওই সময় মোবাইল ফোনে তাদের মধ্যে ঝগড়া হয়। সন্ধ্যার দিকে মেয়েটি মন খারাপ অবস্থায় বাড়ি ফিরে আসে। সে সময় তার মা তাকে এ নিয়ে বকাঝকা করেন এবং এ সম্পর্ক ছাড়তে বলেন। এতে ক্ষিপ্ত হয় মেয়ে। একপর্যায়ে সে ঘরের দরজা আটকে বঁটি দিয়ে মাকে মাথা, কপাল ও হাতে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে আহত নাজনীনকে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে
চিকিৎসকরা তাঁকে সংকটাপন্ন অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানকার চিকিৎসকরা তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে স্বজনরা তাঁকে নিয়ে ঢাকায় রওনা দেয়। পথে মানিকগঞ্জ এলাকায় পৌঁছলে রাত সাড়ে ১২টার দিকে নাজনীন অ্যাম্বুল্যান্সের মধ্যেই মারা যান। সেখান থেকে নাজনীনের মরদেহ নিয়ে বাড়ি ফেরে স্বজনরা। নাজনীন এক ছেলে ও এক মেয়ে সন্তানের জননী।
মেয়েটির চাচাতো ভাই জালাল মৃধা বলেন, তাঁদের এক চাচাতো ভাই আসলাম মৃধার বিয়ে ছিল গত শুক্রবার সন্ধ্যায়। মা নাজনীন ও তাঁর মেয়ে ছাড়া পরিবারের সবাই ওই বিয়ে অনুষ্ঠানে যোগ দিতে জেলা শহরের ড্রাই আইস ফ্যাক্টরি এলাকায় কনের বাড়িতে যায়। এরই মাঝে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে মোবাইল ফোনে তাঁরা জানতে পারেন নাজনীন আক্তার গুরুতর আহত। পরে তাঁরা রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে মুমূর্ষু অবস্থায় নাজনীনকে দেখতে পান।
- জেএসসির নতুন সিলেবাস: কমছে গদ্য-কবিতা
- ইংরেজি বিষয়ের ক্লাস নিতে হবে ইংরেজিতেই
- সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি
- ৭ জুন বাজেট পেশ, শিক্ষকদের জন্য সুখবর থাকছে
- মাধ্যমিক স্তর পর্যন্ত জাতীয়করন, আগামী বাজেটে এমপিও: অর্থমন্ত্রী
- শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিও দিতে ব্যবস্থা নেয়ার নির্দেশ রাষ্ট্রপতির
- এমপিও শিক্ষকদের বদলি, উচ্চতর গ্রেড প্রদান, অনলাইনে বেতনের আবেদন
- মাধ্যমিকে শিক্ষক আত্তীকরণে বিধিমালা চূড়ান্ত, প্রজ্ঞাপন শিগগিরই
- ১০০০ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকায়
- মাধ্যমিক স্তরে থাকবেনা বিভাগ: পরীক্ষা নয় শ্রেণিতে মূল্যায়ন বাড়বে
- সিনিয়র সহকারী শিক্ষক পদ সৃষ্টি করা হয়েছে
- টাইম স্কেল ও সিলেকশন গ্রেড: প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত শিক্ষকরা
- আজ থেকে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ ঘন্টা কর্মবিরতি
- সব স্কুলের বার্ষিক পরীক্ষা ২৮ নভেম্বর থেকে শুরু: শিক্ষামন্ত্রী
- সংশোধিত নিয়োগবিধির গেজেট প্রকাশ