পিইসি’র পর এবার জেএসসি-জেডিসিতেও থাকছে না এমসিকিউ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২২, ৩ মে ২০১৮ আপডেট: ০৮:৪০, ৬ মে ২০১৮

প্রাথমিক সমাপনীর (পিইসি) পর এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায়ও এমসিকিউ আর থাকছে না। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এই দুই পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন সাংবাদিকের এই তথ্য জানিয়েছেন।
আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য জেএসসি ও জেডিসিতে নৈর্ব্যত্তিক প্রশ্ন তুলে দিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া হবে। প্রায় ৩১ লাখ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।
আরো পড়ুন :
♦ প্রাথমিকে শতভাগ যোগ্যতাভিত্তিক প্রশ্ন, থাকছে না এমসিকিউ
♦ প্রাথমিক সমাপনীর নতুন প্রশ্নকাঠামো প্রকাশ
সচিব বলেছেন, জেএসসি ও জেডিসিতে এমসিকিউ আর থাকছে না। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে আমরা এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে অন্যান্য পরীক্ষায়ও বড় ধরনের পররিবর্ত আনা হবে।
এর আগে ওই সভায় সোহরাব হোসাইন বলেন, চলমান পদ্ধতিতে পাবলিক পরীক্ষা হলে প্রশ্নফাঁস রোধ করা সম্ভব হবে না। এ কারণে আমরা পাবলিক পরীক্ষাগুলোয় বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছি। তার আলোকে চলতি বছর শুরু হতে যাওয়া জেএসসি-জেডিসি পরীক্ষায় পরিবর্তন আনা হবে।
তিনি বলেন, বিষয়টি চূড়ান্ত করতে সভা করা হবে। সেখানে অনেকের মতামত নিয়ে কী কী পরিবর্তন আনা যায়, সেসব বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
চলতি বছরের নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে জেএসসি ও জেডিসি পরীক্ষা হতে পারে।
গত ৩ এপ্রিল প্রশ্নফাঁস ঠেকাতে এ বছর থেকেই প্রাথমিক সমাপনী পরীক্ষায়ও এমসিকিউ থাকছে না বলে জানিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান।
আজকের সভায় জেএসসি ও জেডিসির প্রশ্নে পরিবর্তন আনার ইঙ্গিত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও দিয়েছেন।
শিক্ষামন্ত্রী বলেন, আগের সব প্রশ্নফাঁস হওয়ার ঘটনা যাচাই-বাছাই করে দেখা গেছে, শুধু নৈর্ব্যত্তিক (এমসিকিউ) পরীক্ষার আগে কিছু মানুষের হাতে তা চলে গেছে। এ কারণে বিষয়টি নিয়ে ভাবার বিষয় এসেছে। আমরা এটি নিয়ে কাজ শুরু করেছি। আগামী জেএসসি-জেডিসি পরীক্ষায় বড় ধরনের সংস্কার ও পরিবর্তন আনা হবে।
তিনি বলেন, আগামী জেডিসি-জেএসসি পরীক্ষায় এমসিকিউতে নম্বর কমানো হতে পারে বা এককথায় উত্তর যুক্ত করা হতে পারে, অথবা সৃজনশীল আকারে প্রশ্ন দেয়া হতে পারে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। অতিশিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর, পুলিশ, র্যাব, এনএসআই, গোয়েন্দা সংস্থার কর্মকতা, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা প্রমুখ।
এডুকেশন বাংলা’য় লাইক দিয়েছেন তো ?
https://www.facebook.com/EducationBGD/
- জেএসসির নতুন মান বন্টন: বাংলা-ইংরেজির কোন অংশে কত নম্বর
- জেএসসির ফাইনাল সিলেবাস ও মানবণ্টন প্রকাশ করেছে এনসিটিবি
- ডাউনলোড করুন সহকারী শিক্ষক পদে পরীক্ষার প্রবেশপত্র
- চতুর্দশ শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৯৮৬৩ জন
- সরকারি স্কুলে ভর্তির নীতিমালা চূড়ান্ত
- ক্যাডেট কলেজসমূহে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- পরীক্ষার ফি চাওয়ায় অভিভাবকের ঘুষিতে প্রধান শিক্ষকের মৃত্যু
- এবার অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসিএ !
- আজ থেকে ডিগ্রি ভর্তির অনলাইনে আবেদন গ্রহণ
- ২০১৯ সালের মাস্টার্স ভর্তির আবেদন শুরু ২১ অক্টোবর
- পিইসি’র পর এবার জেএসসি-জেডিসিতেও থাকছে না এমসিকিউ
- জাতীয় বিশ্ববিদ্যালেয়ে এম.ফিল, পি.এইচ.ডি প্রোগ্রামে ভর্তি
- বিশ্ববিদ্যালয়ে ভর্তি: বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য কোথায় কত আসন
- ১৫তম নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি এ মাসেই:চতুর্দশের ভাইভা ঈদের পর
- বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা চূড়ান্ত