চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসকের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫১, ৩১ জানুয়ারি ২০১৯

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এক চিকিৎসক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। মোস্তফা মোরশেদ আকাশ (৩২) নামের ওই চিকিৎসক চট্টগ্রাম মেডিকেলের ১৩ নম্বর ওয়ার্ডে কর্মরত ছিলেন। তিনি চন্দনাইশ উপজেলার বাংলাবাজার বরকল এলাকার আবদুস সবুরের ছেলে।
চট্টগ্রাম শহরে আকাশ থাকতেন চান্দগাঁও আবাসিক এলাকার ২ নম্বর সড়কের একটি বাড়িতে। আত্মহত্যার আগে ফেইসবুকে তিনি লিখেছেন, স্ত্রীর ‘প্রতারণার কারণে’ তার এ সিদ্ধান্ত।
মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে ডা. আকাশকে হাসপাতালে নিয়ে আসেন তার ভাই। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
“পরিবারের সদস্যরা বলছেন, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য থেকে তিনি আত্মহত্যা করেছেন। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকের ধারণা, ইনজেকশনের মাধ্যমে তিনি নিজের শিরায় বিষ প্রয়োগ করেছেন।”
চান্দগাঁও থানার ওসি আবুল বশর বলেন, আকাশের স্ত্রী যুক্তরাষ্ট্রে থাকেন। ২০১৮ সালের সেপ্টেম্বরে একবার দেশে আসার পর তিনি আবার বিদেশে চলে যান।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ফেইসবুকে দুটি পোস্টে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে গেছেন এই চিকিৎসক।
তিনি লিখেছেন, “আমাদের দেশেতো ভালবাসায় চিটিং এর শাস্তি নেই। তাই আমিই বিচার করলাম, আর আমি চির শান্তির পথ বেছে নিলাম।”
এডুকেশন বাংলা/একে
- নওগাঁ মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ডা. মো. আব্দুল বারী
- মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৪০৬৮ জন
- সরকারি মেডিকেলে ভর্তি ১৫ অক্টোবর শুরু
- মেডিকেলে ৫ অক্টোবর, ডেন্টালে ৯ নভেম্বর ভর্তি পরীক্ষা
- প্রতিটি বিভাগীয় শহরে ক্যান্সার হাসপাতাল করা হবে:স্বাস্থ্যমন্ত্রী
- বাংলাদেশে এমবিবিএস সার্টিফিকেট পেতে সম্ভ্রম বিক্রি
- নেত্রকোনায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পর এবার মেডিকেল কলেজ
- বরিশালে শের-ই-বাংলা মেডিকেলের কর্মচারীদের মানববন্ধন
- মেডিকেল কলেজে আসন বাড়লেও কমছে ভর্তিচ্ছুর সংখ্যা
- বিমান বিধ্বস্তে রাগীব আলী মেডিকেলের ১৩ শিক্ষার্থী নিহত
- অক্টোবরের চালু হচ্ছে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি
- নেত্রকোনা মেডিক্যাল কলেজের ভর্তি কার্যক্রম শুরু চলতি বছরে
- মাগুরা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ অলোক কুমার সাহা
- ‘প্রধানমন্ত্রী ৪টি মেডিকেল কলেজের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন’
- শাবিপ্রবি অধ্যাপকের ক্যান্সার শনাক্তকরণ প্রযুক্তি উদ্ভাবন