গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠান নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৪, ১৪ নভেম্বর ২০১৯

গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনীতিক, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের নিয়ে বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য যথাযথভাবে যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ করা হয়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে এ গণবিজ্ঞপ্তি পাঠানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের বিষয়ে বিভিন্ন সময়ে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশিত হচ্ছে। যার ফলে জনশৃঙ্খলার অবনতি ঘটার পাশাপাশি ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন ও সামাজিক অস্থিরতা সৃষ্টিসহ জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। জনশৃঙ্খলার অবনতি ও সামাজিক অস্থিরতা রোধে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রতি সরকার যথেষ্ট আস্থাশীল। এরই আলোকে এসব স্পর্শকাতর বিষয়ে তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের জন্য অনুরোধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
হঠাৎ এই গণবিজ্ঞপ্তি জারি প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এ জন্য যে, বিভিন্ন অনলাইন পত্রিকায় তথ্য যাচাই ছাড়াই বিভিন্নভাবে সংবাদ প্রকাশ করা হচ্ছে। তথ্য যাচাই ছাড়া যেন কেউ সংবাদ প্রকাশ না করে, সেজন্য আমরা এ গণবিজ্ঞপ্তি দিয়েছি।’
‘বিষয়টি তো তথ্য মন্ত্রণালয়ের করার কথা’—এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, এটি তথ্য মন্ত্রণালয় থেকে ভেটিং (অনুমোদন) করে এনে দিয়েছেন।’
এডুকেশন বাংলা/এজেড
- ঈদের আগেই মহার্ঘ্য ভাতা ঘোষণা
- বৈশাখি ভাতা, ইনক্রিমেন্ট ও এমপিও তিন সুখবরই থাকছে জানালেন সচিব
- ১ অক্টোবর থেকে স্কুল কলেজে অটোমেশন
- সরকারি কর্মচারী উপস্থিতি নতুন আইন: উপস্থিতিতে দেরি হলে বেতন কাটা
- ২১ ও ২২ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি
- নিবন্ধন পরীক্ষা বাতিল করে স্থানীয়ভাবে শিক্ষক নিয়োগের সুপারিশ
- ২০১৯ সালের কলেজ ও মাদ্রাসার ছুটির তালিকা
- এমপিও নীতিমালা ২০১৮ জারি করলো শিক্ষামন্ত্রণালয়
- জেনে নিন ডা. দিপু মনি সম্পর্কে
- সরকারি চাকরিজীবীদের চিকিৎসাসহ ৫ ধরনের অনুদান দ্বিগুণ হলো
- মহার্ঘ ভাতা ১ মার্চ থেকে কার্যকর : প্রজ্ঞাপন জারি মন্ত্রণালয়ের
- এমপিও নীতিমালা ২০১৮
নতুন পদ সৃষ্টি ও শিক্ষকদের বদলির সুযোগ থাকছে - সরকারি চাকরিজীবীদের ফৌজদারী অপরাধেও গ্রেপ্তার করা যাবে না
- প্রতি উপজেলায় এমপিওভুক্ত হচ্ছে তিন শিক্ষা প্রতিষ্ঠান
- এমপিওভুক্ত হলো আরো ৬ শিক্ষাপ্রতিষ্ঠান