এমপিওভুক্ত চট্টগ্রামের ৫৮ প্রতিষ্ঠানের তথ্য যাচাই ৪ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৪, ২ ডিসেম্বর ২০১৯

নতুন এমপিওভুক্তির তালিকায় স্থান পাওয়া প্রতিষ্ঠানের তথ্য যাচাই করতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে আগামী ৪ ডিসেম্বর ঢাকা বোর্ডে আসার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
প্রতিষ্ঠানের প্রধানকে এমপিও সংক্রান্ত কাগজপত্র নিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডে আসতে বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্র এডুকেশন বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে।
৪ ডিসেম্বর সকাল ১০টায় চট্টগ্রাম বোর্ডের অধীনে ৪৭টি নিম্নমাধ্যমিক, ৫টি স্কুল এন্ড কলেজ ৬টি উচ্চ মাধ্যমিক কলেজসহ মোট ৫৮টি প্রতিষ্ঠানের প্রধানকে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডে উপস্থিত থাকতে হবে।
নতুন এমপিওভুক্তির তালিকায় স্থান পাওয়া এসব প্রতিষ্ঠানের প্রধানকে এমপিওভুক্তি তথ্য যাচাইয়ের কাগজপত্রের মূলকপি ও ১সেট ফটোকপি নিয়ে নির্ধারিত সময়ে ঢাকা বোর্ডে উপস্থিত হতে বলা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করেছে শিক্ষা অধিদপ্তর।
এমপিওভুক্ত প্রতিষ্ঠানের তথ্য যাচাইয়ে প্রতিষ্ঠানের প্রতিটি পর্যায়ে ১ম পাঠদান ও স্বীকৃতির থেকে ধারাবাহিকভাবে সর্বশেষ স্বীকৃতির মূল কপি ও ফটোকপি লাগবে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের ১ম পাঠদানের অনুমতি এবং পর্যায়ে ভিত্তিক স্বীকৃতির প্রথম কপি ও শেষ আদেশের মূলকপি ও সত্যায়িত ফটোকপি নিয়ে আসতে হবে।
এছাড়া ২০১৭ খ্রিষ্টাব্দের প্রতিষ্ঠানগুলোর জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা জানাতে হবে। এ ক্ষেত্রে ২০১৭ খ্রিষ্টাব্দের শ্রেণিভিত্তিক ভর্তি রেজিস্টার ও শ্রেণি ভিত্তিক হাজিরা খাতার মূলকপি ও সত্যায়িত ফটোকপি তথ্য যাচাইয়ে প্রয়োজন হবে। এছাড়া প্রতিষ্ঠানের ২০১৫.২০১৬, ২০১৭ খ্রিষ্টাব্দের প্রতিষ্ঠানগুলোর স্তরভিত্তিক পাবলিক পরীক্ষার ফরমপূরণ, রেজিস্ট্রেশনের প্রিন্ট কপি, রেজিস্ট্রেশনের টাকা জমার রশিদ ও স্তরভিত্তিক পাবলিক পরীক্ষায় ফলাফলের মূল কপি ও সত্যায়িত ফটোকপি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের তথ্য যাচাইয়ে প্রয়োজন হবে।
এডুকেশন বাংলা/এজেড
- ২৩ টি.টি কলেজের সনদ ব্যতিত বিএড স্কেল প্রদান না করার নির্দেশ
- টাইমস্কেলের আদলে ‘উচ্চতর গ্রেড’ পাবেন শিক্ষকরা
- নির্বাচনী দায়িত্বে শিক্ষকদের জন্য একগুচ্ছ নির্দেশনা
- অভিন্ন পদ্ধতিতে হবে শিক্ষক-কর্মচারী নিয়োগ
- বৈশাখী ভাতা বিষয়ে ৪৮ প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে বৈঠক বিকাল ৪ টায়
- সদ্য এমপিওভুক্ত ১৬৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের যাচাই হবে যেসব তথ্য
- বেসরকারি শিক্ষকদের এসিআর লিখবেন প্রতিষ্ঠানের প্রধানরা
- এমপিওভুক্তির নতুন তালিকা কাল ঘোষণা করবেন প্রধানমন্ত্রী
- ঘুষের অভিযোগ : এমপিও বন্ধ হচ্ছে ৮৩ প্রতিষ্ঠান প্রধানের
- আগামী বাজেটে আসছে এমপিওভুক্তির ষোষণা,২৫০০ প্রতিষ্ঠানকেএমপিওভুক্তি
- এমপিওভুক্তির তালিকা শিগগিরই প্রকাশ করা হবে: শিক্ষামন্ত্রী
- এবার নোটিশ ছাড়াই শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন
- ৩৫ হচ্ছে শিক্ষক নিয়োগে বয়সসীমা
- ৪০ হাজার পদ শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম
- ইএমআইএস বিকল: বেসরকারি প্রতিষ্ঠানের মে মাসের এমপিও হুমকির মুখে