এমপিওভুক্তির জন্য গঠিত কমিটির প্রথম সভা সোমবার
প্রকাশিত: ১৪:৩৬, ২১ জুন ২০১৮ আপডেট: ২৩:১০, ২১ জুন ২০১৮

এমপিওভুক্তির জন্য গঠিত কমিটির প্রথম সভা আগামী রবিবার অনুষ্ঠিত হবে। প্রথমে রবিবার সভার তারিখ রবিবার নির্ধারণ করা হলেও পরে পরিবর্তন করে সোমবার করা হয়। সভায় সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাভেদ আহমেদ। কমিটি গঠনের পরদিনই এই সভার নোটিশ দেয়া হলো। সূত্র জানিয়েছে, এমপিওভুক্তির কাজ দ্রুত এগিয়ে নিতে কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে।এ কারণেই সভা ডাকা হযেছে।
অপরদিকে এমপিওভুক্তির জন্য প্রেস ক্লাবের বিপরীত পাশে কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্তির দাবিদার শিক্ষকরা। আগামী ২৫ জুন থেকে তাদের আমরণ অনশনে যাওয়ার সিদ্ধান্ত রয়েছে।
শিক্ষামন্ত্রণালেয়ের এমপিওনীতিমালা জারি, এমপিওভুক্তির জন্য কমিটি গঠন, সভার আয়োজন এর মাধ্যমেই এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু হলো। এরপরও কী শিক্ষকদের আন্দোলনের প্রয়োজন আছে কীনা ?
তবে আন্দোলনে থাকা এক শিক্ষক নেতা জানিয়েছেন, আমরা কমিটির কার্যক্রম পর্যবেক্ষন করছি।
বাজেটে কোন বরাদ্দ নেই। কীভাবে এমপিও দেয়া হবে। এছাড়া কয়েকহাজার প্রতিষ্ঠান এমপিওভুক্তির যোগ্য রয়েছে।৩শ-৫শ প্রতিষ্ঠান এমপিওভুক্তি করা হবে এমন কথা শোনা যাচ্ছে। আসলে কী হচ্ছে, এসব্ বিষয়ে স্পষ্ট বক্তব্য চাই।
আরো পড়ুন : এমপিওভুক্তির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দুই কমিটি গঠন
- ঈদের আগেই মহার্ঘ্য ভাতা ঘোষণা
- বৈশাখি ভাতা, ইনক্রিমেন্ট ও এমপিও তিন সুখবরই থাকছে জানালেন সচিব
- ১ অক্টোবর থেকে স্কুল কলেজে অটোমেশন
- সরকারি কর্মচারী উপস্থিতি নতুন আইন: উপস্থিতিতে দেরি হলে বেতন কাটা
- ২১ ও ২২ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি
- নিবন্ধন পরীক্ষা বাতিল করে স্থানীয়ভাবে শিক্ষক নিয়োগের সুপারিশ
- ২০১৯ সালের কলেজ ও মাদ্রাসার ছুটির তালিকা
- এমপিও নীতিমালা ২০১৮ জারি করলো শিক্ষামন্ত্রণালয়
- জেনে নিন ডা. দিপু মনি সম্পর্কে
- সরকারি চাকরিজীবীদের চিকিৎসাসহ ৫ ধরনের অনুদান দ্বিগুণ হলো
- মহার্ঘ ভাতা ১ মার্চ থেকে কার্যকর : প্রজ্ঞাপন জারি মন্ত্রণালয়ের
- এমপিও নীতিমালা ২০১৮
নতুন পদ সৃষ্টি ও শিক্ষকদের বদলির সুযোগ থাকছে - সরকারি চাকরিজীবীদের ফৌজদারী অপরাধেও গ্রেপ্তার করা যাবে না
- প্রতি উপজেলায় এমপিওভুক্ত হচ্ছে তিন শিক্ষা প্রতিষ্ঠান
- এমপিওভুক্ত হলো আরো ৬ শিক্ষাপ্রতিষ্ঠান