ইফতার মাহফিলে গিয়ে আহত ভিপি নূর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৪, ২৬ মে ২০১৯

ইফতার মাহফিলে ডাকসু ভিপি নূরুল হক নূরকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। বগুড়া শহরের পৌর পার্কে সাধারণ ছাত্র আন্দোলন পরিষদের ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে। স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এই মারধরের অভিযোগ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, শহরের মসজিদ সড়কের গ্র্যান্ড এ মালেক চায়নিজ রেস্টুরেন্টে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে যান নূর। অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে গেলে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা রেস্টুরেন্টে তালা লাগিয়ে দেন। এ নিয়ে বাক বিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় নূরুল হক নূর আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ইফতার মাহফিলের আয়োজকরা জানান, গ্র্যান্ড এ মালেক চায়নিজ রেস্টুরেন্টে ইফতারের আয়োজন করা হয়। এ জন্য তারা রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে বিলও দেন। বিকেলে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ইফতার অনুষ্ঠানে বাধা দেন। পরে তারা ইফতার পণ্ড করে দিয়ে রেস্টুরেন্টে তালা লাগিয়ে দেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের দাবি করেন, সাধারণ শিক্ষার্থীরা ওই ইফতার অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে।
এডুকেশন বাংলা/একে
- ভাগ্য খুলছে দারুল ইহসান থেকে পাস করা শিক্ষকদের
- সান্ধ্যকালীন ও নিয়মিত মাস্টার্স কোর্সের বেতনের প্রার্থক্য অনেক
- প্রিলি টু মাস্টার্স ভর্তির আবেদন ফরম পূরণ শুরু ৫ জুন
- যে বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ
- রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু
- এমপিওভুক্তির নির্দেশ, দারুল ইহসানের সনদ অবৈধ ঘোষণা করেননি আদালত
- ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ
- দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদের বৈধতার বিরুদ্ধে আপিলের নির্দেশ
- ছাত্রী হলে জন্ম নেয়া সেই নবজাতকের বাবার খোঁজ পাওয়া গেছে
- বুকের ব্যথায় মৃত্যু হলো রাবি শিক্ষার্থীর
- দারুল ইহসান সনদধারি শিক্ষক-কর্মচারিদের ভাগ্য এখন ইউজিসির হাতে
- মাস্টার্সের ফল প্রকাশ, পাসের হার ৭২.২৫ শতাংশ
- ২০১৯ সালের মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে আবেদন নিশ্চয়নের বিজ্ঞপ্তি
- ঘুমের ওষুধ খাইয়ে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ছাত্রীকে ধর্ষণ
- শেখ ফজিলাতুন্নেছা মুজিব বি. ও প্র. বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি