আলাদা গাড়িতে গণভবনে গেলেন নুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৮, ১৬ মার্চ ২০১৯ আপডেট: ২০:৪১, ১৬ মার্চ ২০১৯

ডাকসু ভিপি নুর ও সমাজসেবা সম্পাদক আখতার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল বাসে নয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো আলাদা গাড়িতে গণভবনে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। তার সঙ্গে আছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।
শনিবার (১৬ মার্চ) দুপুরে নুর নিজে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকাল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ডাকসুর বিজয়ী নেতাদের সাক্ষাৎ করার কথা রয়েছে।
এর আগে নুর বলেন, ‘প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতে আমরা সবাই অবশ্যই যাবো। এটা তো আর ব্যক্তিগত দাওয়াত নয়। ডাকসু ও হল সংসদে যারা জয়ী তাদের সবাইকে তিনি ডেকেছেন। তিনি দেশের প্রধানমন্ত্রী, আমাদের সবারই প্রধানমন্ত্রী।’
এদিকে ডাকসুর নবনির্বাচিত এজিএস ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের বাসে করে গণভবন যাবো।’
প্রসঙ্গত, হল সংসদের ২৩৪ এবং ডাকসুর কেন্দ্রীয় ২৫ জনসহ ২৫৯ জন আজ গণভবনে যাবেন। এর পাশাপাশি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক শোভনের সঙ্গে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতিসহ সংগঠনটির অনেক নেতা গণভবনে যাচ্ছেন।
এডুকেশন বাংলা/একে
- ভাগ্য খুলছে দারুল ইহসান থেকে পাস করা শিক্ষকদের
- সান্ধ্যকালীন ও নিয়মিত মাস্টার্স কোর্সের বেতনের প্রার্থক্য অনেক
- প্রিলি টু মাস্টার্স ভর্তির আবেদন ফরম পূরণ শুরু ৫ জুন
- যে বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ
- রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু
- এমপিওভুক্তির নির্দেশ, দারুল ইহসানের সনদ অবৈধ ঘোষণা করেননি আদালত
- ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ
- দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদের বৈধতার বিরুদ্ধে আপিলের নির্দেশ
- ছাত্রী হলে জন্ম নেয়া সেই নবজাতকের বাবার খোঁজ পাওয়া গেছে
- বুকের ব্যথায় মৃত্যু হলো রাবি শিক্ষার্থীর
- দারুল ইহসান সনদধারি শিক্ষক-কর্মচারিদের ভাগ্য এখন ইউজিসির হাতে
- মাস্টার্সের ফল প্রকাশ, পাসের হার ৭২.২৫ শতাংশ
- ২০১৯ সালের মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে আবেদন নিশ্চয়নের বিজ্ঞপ্তি
- ঘুমের ওষুধ খাইয়ে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ছাত্রীকে ধর্ষণ
- শেখ ফজিলাতুন্নেছা মুজিব বি. ও প্র. বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি