আজ থেকে ৫৮৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে ওয়াই-ফাই স্থাপনের কাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০২, ২ ডিসেম্বর ২০১৮ আপডেট: ০৯:২১, ২ ডিসেম্বর ২০১৮

আজ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানসহ মোট ৫৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হচ্ছে ওয়াই-ফাই স্থাপনের কাজ। এ কাজ বাস্তবায়নে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার জানান, প্রকল্প বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা ওয়াই-ফাইয়ের মাধ্যমে ব্রডব্যান্ড (উচ্চগতি) ইন্টারনেট ব্যবহার করতে পারবে। তিনি জানান, প্রথম পর্যায়ে দেশের ৫৮৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান ওয়াই-ফাইয়ের আওতায় আসছে। পরে বেসরকারি কলেজ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং এরপর স্কুলসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও ওয়াই-ফাই চালু করা হবে।
মন্ত্রী বলেন, ‘প্রথম এক বছর বিটিসিএল বিনামূল্যে ব্যান্ডউইথ (সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ১০ এমবিপিএস সরবরাহ করা হবে) দেবে। আমরা দেখবো এক বছরে ইম্প্যাক্ট কী। তারপর আমরা বিজনেস কেস দেখবো কীভাবে এটাকে টিকিয়ে রাখায় যায়। কারণ, পরে খরচ কে দেবে সেটা ঠিক করা না গেলে এই সেবাদান বেশি দিন টেকসই হবে না।’ বর্তমানে বিষয়টি টেন্ডার প্রক্রিয়ার মধ্যে আছে বলে তিনি জানান। জানা গেছে, গত জুলাইয়ে প্রকল্প পাস হলেও প্রকল্প পরিচালক নিয়োগে দুই মাস লেগে যাওয়ায় এর কাজ শুরু হতে দেরি হয়েছে।
সূত্র জানায়, সরকার যে ২ হাজার ইউনিয়নে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছানোর কাজ শুরু করেছে, সেই কাজ শেষ হলে ওইসব ইউনিয়নের সরকারি কলেজ, প্রশিক্ষণ ইনস্টিটিউটে ওয়াইফাই সংযোগ চালু করা হবে। আরও ৫৭২টি ইউনিয়নকে এই সংযোগের আওতায় আনার কাজ এখনও শেষ হয়নি।
এই ৫৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা বিভাগে ১৪৩, ময়মনসিংহ বিভাগে ৩৫, চট্টগ্রাম বিভাগে ১০৭, বরিশাল বিভাগে ৪৫, খুলনা বিভাগে ৮৩, রাজশাহী বিভাগে ৮৫, রংপুর বিভাগে ৫৬ ও সিলেট বিভাগের ৩৩টি প্রতিষ্ঠান রয়েছে।
সূত্র জানায়, এই প্রকল্পে সরকারের খরচ হচ্ছে প্রায় ৪৫ কোটি টাকা। পুরো খরচ সরকার বহন করবে। দেশের ৮টি বিভাগে সরকারি কলেজ ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে পৃথকভাবে ফাইবার অপটিক ক্যাবল স্থাপন ও যন্ত্রাংশ স্থাপনের কাজ সম্পন্ন হবে।
সূত্র: বাংলা ট্রিবিউন
এডুকেশন বাংলা/এজেড
- ছয় মাসের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট
- রাত ১২ টার থেকে আবার চালু হচ্ছে মোবাইলের নতুন কলরেট
- যোগ্যতা অনুযায়ী সঠিক কাজের সন্ধান দেবে গুগল
- মাল্টিমিডিয়া ক্লাসরুম:ব্যয় হাজার কোটি টাকা, কিন্তু সুফল নেই?
- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের জন্য সফটওয়্যার
- শিক্ষার্থীদের জন্য ১৬ হাজার টাকায় ল্যাপটপ
- ৫ বছরে ২৮ হাজার নারীকে কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হবে:শিক্ষামন্ত্রী
- আগামী দিনে শিক্ষাপ্রতিষ্ঠানে বই-খাতার পরিবর্তে থাকবে ট্যাব
- মাত্র ১০ টাকায় কেনা যাবে কম্পিউটার!
- মোবাইলে ‘এক কলরেট’ হচ্ছে?
- পেনশন ও ভাতা প্রদান প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে করার উদ্যোগ
- ফেসবুক পাসওয়ার্ড চুরি হচ্ছে যেভাবে
- স্টিভ জবসের চাকরির দরখাস্ত নিলামে
- তিন মাসের মধ্যে ৫৪৭ শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই
- স্মার্ট ফোনের চার্জ ধরে রাখতে ৭ উপায়